Sunday, November 2

নিজস্ব প্রতিবেদক

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার আলোচিত পর্ণ তারকা যুগল আজিম ও বৃষ্টিকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তাদের হাজির করে রিমান্ডের আবেদন করে রাজধানীর পল্টন থানা পুলিশ।

এর আগে গত রোববার (১৯ অক্টোবর) দিবাগত রাতে বান্দরবানের রোয়াংছড়ি বাস স্টেশন সংলগ্ন হাজী পাড়া এলাকার একটি ছয়তলা ভবনের ফ্ল্যাট থেকে তাদের গ্রেফতার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৫ দিন আগে ফল ব্যবসা করার কথা বলে তারা ওই এলাকায় একটি বাসা ভাড়া নেন। এরপর থেকে তারা সেখানেই বসবাস করছিলেন। এলাকাবাসীর সঙ্গে তাদের তেমন কোনো যোগাযোগ ছিল না এবং তারা জরুরি প্রয়োজনে ছাড়া বাইরে বের হতেন না।

সম্প্রতি পর্ন ভিডিও তৈরির মাধ্যমে আলোচনায় আসার পর রোববার রাতে ঢাকার সিআইডির একটি দল বান্দরবান জেলা পুলিশের সহায়তায় ওই ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

পুলিশ জানায়, আজিম ও বৃষ্টি নিয়মিত পর্ন ভিডিও তৈরি করে তা আন্তর্জাতিক পর্ন সাইটে আপলোড করতেন। ২০২৪ সালের মে মাসে তাদের নামে একটি টেলিগ্রাম চ্যানেল খোলা হয়, যেখানে কয়েক হাজার সদস্য রয়েছেন। ওই চ্যানেলে তারা নতুন ভিডিওর লিংক ও আয়ের স্ক্রিনশট শেয়ার করতেন। এছাড়া, তারা বিভিন্ন গ্রুপ খুলে অন্যদেরও পর্ন ভিডিও তৈরিতে উৎসাহ দিতেন।

Leave A Reply


Math Captcha
25 − = 17