Sunday, November 2

নিজস্ব প্রতিবেদক

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছুরি হাতে ভাইরাল হওয়া শাহ আলী সিকদারকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৯ অক্টোবর) গাজীপুর থেকে তাকে আটক করা হয়। সোমবার (২০ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস।

তিনি জানান, গত ১৬ অক্টোবর কমলাপুর রেলওয়ে স্টেশনে ছুরি হাতে ছবি তুলে ভাইরাল হন শাহ আলী। পরবর্তীতে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে অভিযান চালিয়ে রোববার রাতে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর রাতে এক যাত্রী ফেসবুকে শাহ আলীর ছুরি হাতে তোলা একটি ভিডিও পোস্ট করলে তা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ফুটেজে দেখা যায়, এক যুবক স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ধূমপান করছেন এবং কোমর থেকে কাপড়ে মোড়ানো একটি ছুরি বের করে প্রকাশ্যে প্রদর্শন করছেন। কিছুক্ষণ পর আবার সেটি কাপড়ে মুড়ে কোমরে গুঁজে নেন।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। তবে শাহ আলী কেন ছুরি বহন করছিলেন সে বিষয়ে বিস্তারিত জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Leave A Reply


Math Captcha
88 − 86 =