Thursday, December 18

জনপ্রিয় বক্তা ও জামায়াতে ইসলামী মনোনীত কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা বলেছেন, “আমরা যাকে নেতা হিসেবে মানি, তিনি মোহাম্মদ রাসুলুল্লাহ (সা.)। আল্লাহ তাঁকে পৃথিবীতে যে নামে পাঠিয়েছেন তা হলো নবী, যার অর্থ সংবাদবাহক। আর সংবাদ যারা বহন করেন, তাদের আমরা সাংবাদিক বলি। এই অর্থে নবীজি (সা.) ছিলেন বিশ্বের প্রথম সাংবাদিক।”

বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

কোরআনের উদ্ধৃতি টেনে মুফতি হামজা বলেন, “আল্লাহ তায়ালা নবীজিকে বলেছেন, ‘হে নবী, সেই মহান সংবাদের কথা মানুষকে জানাও, যে বার্তা বহনে তুমি কষ্ট পাও।’ সংবাদ সংগ্রহ করা এবং সঠিক তথ্য তুলে ধরার জন্য যে কষ্ট সহ্য করতে হয়, তার প্রতিদান আল্লাহ নিজেই দেবেন—দুনিয়া ও আখিরাতে।”

তিনি আরও বলেন, “এটা শুধু নবীর জন্য নয়; কিয়ামত পর্যন্ত যারা সত্য ও সততার সঙ্গে সংবাদ পরিবেশন করবেন, আল্লাহ তাঁদেরও পুরস্কৃত করবেন।”

সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাসেম। প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ খন্দকার একেএম আলী মুহসিন, টিম সদস্য, কুষ্টিয়া ও যশোর অঞ্চল।

এ সময় কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থীরা উপস্থিত থেকে নিজেদের নির্বাচনী উদ্দেশ্য ও করণীয় তুলে ধরেন। সভায় আরও বক্তব্য দেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চুকুষ্টিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জুবায়ের রিপন

Leave A Reply


Math Captcha
5 + 5 =