চট্টগ্রামের হাটহাজারীতে আয়োজিত শানে রেসালত সম্মেলনে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় পার্বতী মডেল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “কুফরি যাতে প্রতিষ্ঠা করতে না পারে, সেজন্য সামনের নির্বাচনে ভোট দেওয়া যাবে না। যারা পূজা আর রোজাকে একই বলে, এগুলো কি ইসলাম?”
তিনি আরও বলেন, নবী-রাসুলদের দেখানো সোজা পথে চলতে হবে। সাহাবা কেরাম সত্যের মাপকাঠি, তাদের দেখানো পথই সঠিক পথ যা দুনিয়া ও আখিরাতকে সঠিক রাখবে।

