Friday, January 16

আজ মুসলিম উম্মাহর জন্য এক মহিমান্বিত ও তাৎপর্যপূর্ণ রাত—পবিত্র শবে মেরাজ। হিজরি বর্ষপঞ্জিকার রজব মাসের ২৭তম রাতে বিশ্বজুড়ে ধর্মপ্রাণ মুসলমানরা যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এই পবিত্র রাত পালন করছেন।

ইসলামি বিশ্বাস অনুযায়ী, এই রাতে মহান আল্লাহ তায়ালার বিশেষ অনুগ্রহে হযরত মুহাম্মদ (সা.) মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস এবং সেখান থেকে ঊর্ধ্বাকাশে মহান স্রষ্টার সান্নিধ্যে পৌঁছান। এ ঐতিহাসিক সফর ‘ইসরা ও মেরাজ’ নামে পরিচিত। এই রাতেই মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়, যা ইসলামের অন্যতম প্রধান ইবাদত।

পবিত্র শবে মেরাজ উপলক্ষে আজ দেশের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া মাহফিল, ওয়াজ ও নফল নামাজ আদায় করা হচ্ছে। ধর্মপ্রাণ মুসল্লিরা নফল ইবাদত, কোরআন তেলাওয়াত, জিকির ও দোয়ার মাধ্যমে রাতটি অতিবাহিত করছেন। পাশাপাশি ব্যক্তি ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হচ্ছে।

এই পবিত্র রাত উপলক্ষে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠন আলোচনা সভা ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছে। আলেম-ওলামারা শবে মেরাজের শিক্ষা ও তাৎপর্য তুলে ধরে মুসলমানদের ইমান, আমল ও নৈতিক জীবন গঠনে এ রাতের গুরুত্ব স্মরণ করিয়ে দিচ্ছেন।

পবিত্র শবে মেরাজ মুসলমানদের জন্য আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং আল্লাহর নৈকট্য লাভের এক বিশেষ সুযোগ হিসেবে বিবেচিত

Leave A Reply


Math Captcha
76 − 73 =