Friday, January 16

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, জুলাই জাতীয় সনদে গণ-অভ্যুত্থানে সকল শ্রেণি-পেশার মানুষের লালিত স্বপ্নের প্রতিফলন ঘটেছে। এই সনদ জনসমর্থনে পাস হলে দেশ থেকে ফ্যাসিবাদ চিরতরে দূর হবে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। এ জন্য গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যাপক প্রচার কার্যক্রম পরিচালনা করতে হবে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) চট্টগ্রাম জেলা স্টেডিয়াম চত্বরে চট্টগ্রামের ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে উপদেষ্টা আদিলুর রহমান খান আনুষ্ঠানিকভাবে সুপার ক্যারাভানের কার্যক্রম উদ্বোধন করেন।

তিনি বলেন, ‘২০০৯ সাল থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত মানুষ গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছে। নির্যাতন-নিপীড়নের মধ্য দিয়ে মানুষ ভোটাধিকার থেকেও বঞ্চিত ছিল। অন্যায়-অবিচারের বিরুদ্ধে বিচার পাওয়া তো দূরের কথা, বিচার চাওয়ার সাহসও মানুষের ছিল না।’

তিনি আরও বলেন, ‘এই দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে গত বছরের জুলাই গণ-অভ্যুত্থানে। মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে জীবন বাজি রেখে রাস্তায় নেমে এসেছিল। অকাতরে জীবন দিয়েছে, অনেকে দৃষ্টিশক্তি হারিয়েছে এবং আজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছে।’

সুপার ক্যারাভান প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘আজ চালু হওয়া এই সুপার ক্যারাভান শুধু শহরকেন্দ্রিক না থেকে প্রত্যন্ত অঞ্চলেও গণভোটের প্রচার কার্যক্রম জোরদার করবে। ক্যারাভান কিংবা সুপার ক্যারাভানের পাশাপাশি সমাজের সব শ্রেণির মানুষকে এ বিষয়ে দায়িত্ব নিতে হবে।’

তিনি বলেন, ‘যারা গণভোট সম্পর্কে কম জানেন, তাদের জানাতে হবে। জনগণের মধ্যে জনমত সৃষ্টি করতে হবে এবং হ্যাঁ ভোটের পক্ষে সবাইকে উদ্বুদ্ধ করতে হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। গণভোটে ভোটাররা ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোট দিয়ে দেশের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করবেন। ‘হ্যাঁ’ ভোট প্রদানের মাধ্যমে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নসহ একটি নতুন বাংলাদেশের পথে অগ্রযাত্রার সমর্থন জানাবেন ভোটাররা।

গণভোটে জনসচেতনতা সৃষ্টি, ভোটারদের ভোটদানে উদ্বুদ্ধ করা এবং হ্যাঁ ভোট প্রদানে আগ্রহ বাড়াতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে ভোটের গাড়ি ক্যারাভান ও সুপার ক্যারাভান শহর, বন্দর ও প্রত্যন্ত অঞ্চলে নিয়মিতভাবে গণভোটের ইতিবাচক প্রচার চালিয়ে যাচ্ছে।

Leave A Reply


Math Captcha
+ 33 = 42