Friday, January 16

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার মামলায় ডিবির দেওয়া অভিযোগপত্রে (চার্জশিট) অসন্তোষ প্রকাশ করে বাদীপক্ষের নারাজি আবেদনের পর মামলাটি পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে অভিযোগপত্র পর্যালোচনা শেষে আপত্তি জানিয়ে নারাজি আবেদন দাখিল করেন। আদালত বাদীপক্ষের আবেদন মঞ্জুর করে অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) মামলাটি পুনঃতদন্তের নির্দেশ দেন।

এদিন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মুকুল আদালতে শুনানি করেন। শুনানিতে তিনি বলেন,
“এই অভিযোগপত্রে হাদি হত্যাকাণ্ডের মূল আসামি কিংবা পুরো ঘটনার প্রকৃত চিত্র উদ্ঘাটিত হয়নি। শুধু দায়সারা তদন্ত করে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এতে হত্যার পরিকল্পনাকারী ও মূল অপরাধীদের শনাক্ত করা হয়নি।”

শুনানি শেষে আদালত আদেশ অপেক্ষমাণ রাখেন। পরে বিকেলে আদালত থেকে পুনঃতদন্তের নির্দেশ সংক্রান্ত আদেশ আসে।

এর আগে গত সোমবার (১২ জানুয়ারি) মামলাটি শুনানির জন্য একই আদালতে উপস্থাপিত হলে বাদীপক্ষ অভিযোগপত্র পর্যালোচনার জন্য দুই দিনের সময় চান। আদালত সে আবেদন মঞ্জুর করে বৃহস্পতিবার অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য করেন।

Leave A Reply


Math Captcha
99 − = 89