Friday, January 16

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, বিকেলে যমুনায় অবস্থিত প্রধান উপদেষ্টার বাসভবনেই এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রাজনৈতিক অঙ্গনে চলমান পরিস্থিতি ও সাম্প্রতিক জাতীয় ইস্যু নিয়ে এই বৈঠকে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বৈঠকটি ঘিরে রাজনৈতিক মহলে কৌতূহল ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

Leave A Reply


Math Captcha
81 + = 85