Thursday, December 18

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে অস্ত্রসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতা আটকের ঘটনায় বিভ্রান্তিতে পড়েছে মহানগর পুলিশ। উদ্ধার হওয়া পিস্তলটি আসল নাকি নকল—তা নিশ্চিত হতে আদালতের অনুমতি নিয়ে ব্যালেস্টিক পরীক্ষার জন্য অস্ত্রটি পরীক্ষাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

এ ঘটনায় আপাতত হুমকি ও ভয়ভীতি প্রদর্শন এবং মারামারির অভিযোগে এনসিপির রংপুর মহানগর সমন্বয় কমিটির সদস্য রাগীব হাসনাইন (৩০) ও রাকিবুল ইসলাম ওরফে তুষারকে (২৮) গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সোমবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড়ে প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে দুই স্কুলছাত্রের মধ্যে কথা-কাটাকাটি হয়। খবর পেয়ে রাগীব ও তুষারসহ কয়েকজন মোটরসাইকেলে সেখানে যান। একপর্যায়ে তুষার কোমর থেকে পিস্তল বের করে স্কুলছাত্র আরাফ গণি অর্থের মাথায় ঠেকান। স্থানীয় লোকজন ছুটে এসে দুজনকে আটক করে পিটুনি দিয়ে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

অভিযুক্তদের ছাড়িয়ে নিতে রাতেই থানায় ছুটে যান এনসিপির নেতারা। মধ্যরাত পর্যন্ত থানায় তাদের উপস্থিতি দেখা যায়।

রংপুর মহানগর এনসিপির যুগ্ম সমন্বয়কারী আলাউদ্দিন কাদেরির দাবি, তুষারের ভাগনেদের মধ্যে ঝামেলা হয়েছিল—এ কারণে তারা ঘটনাস্থলে গিয়েছিলেন। স্থানীয়ভাবে একটি মব সৃষ্টি করে তাদের কোমরে ‘খেলনা পিস্তল’ ঢুকিয়ে দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তাজহাট থানার ওসি শাহজাহান আলী জানান, এ ঘটনায় স্কুলছাত্র অর্থের বাবা আসাদুজ্জামান চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০–১২ জনকে আসামি করে মামলা করেছেন। গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

রংপুর মহানগর পুলিশের উপকমিশনার (অপরাধ) তোফায়েল আহমেদ বলেন, উদ্ধারকৃত অস্ত্রটি দেখতে আসল আগ্নেয়াস্ত্রের মতো হলেও এতে গুলি রাখার জায়গা নেই। এক্সপার্ট মতামত ছাড়া নিশ্চিত হওয়া যাচ্ছে না। ব্যালেস্টিক রিপোর্টে অস্ত্রটি আসল প্রমাণিত হলে অস্ত্র আইনে আলাদা মামলা নেওয়া হবে।

Leave A Reply


Math Captcha
32 + = 41