লোহাগাড়া প্রতিনিধি
লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে ট্রাকের ধাক্কায় মোহাম্মদ হাসান রিয়াদ নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (১ ডিসেম্বর) রাত বারোটার দিকে বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ হাসান রিয়াদ একই উপজেলার বাসিন্দা।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, রাতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ হাসান রিয়াদ ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

