নিজস্ব প্রতিবেদক:
রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ থাকলেও তা আগামী নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই কন্যা ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রেস সচিব বলেন, “গণভোটের বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। ১৫ ফেব্রুয়ারির আগেই নির্বাচন হবে, এটাকে পেছানোর মতো কোনো শক্তি নেই। অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন দিতে প্রতিজ্ঞাবদ্ধ।”
তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। এর আগেও অন্তর্বর্তী সরকার বড় বড় কাজ সম্পন্ন করেছে। পুরোদমে নির্বাচনের প্রস্তুতি চলছে।
এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

