
গাজায় পৌঁছানো একমাত্র জাহাজটির খোঁজ মিলছে না, বাড়ছে অনিশ্চয়তা।
ফিলিস্তিনের গাজা উপত্যকার জলসীমায় প্রবেশ করেছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ‘মিকেনো’ নামের একটি জাহাজ—এমন তথ্য পাওয়া গেছে। তবে দখলদার ইসরাইল দাবি করছে, কোনো জাহাজই গাজায় পৌঁছাতে পারেনি। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে লাইভ ট্র্যাকার ও স্বয়ংক্রিয় আইডেন্টিফিকেশন সিস্টেম (এআইএস)–এর মাধ্যমে দেখা যায়, ‘মিকেনো’ গাজার জলসীমায় রয়েছে। কিন্তু ফ্লোটিলার আয়োজকরা সংবাদমাধ্যম মিডেল ইস্ট আই–কে জানান, জাহাজটিতে থাকা কারও…