
৭৫ বছরে একাকিত্ব ঘোচাতে বিয়ে, পরদিনই মৃত্যু
ভারতের উত্তরপ্রদেশের জৌনপুর জেলার কুচমুচ গ্রামে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। একাকিত্ব দূর করতে ৭৫ বছর বয়সে ৩৫ বছরের মানভাবতীকে বিয়ে করেছিলেন সাংগ্রুরাম নামের এক বৃদ্ধ। কিন্তু বিয়ের পরদিন ভোরেই মারা যান তিনি। এক বছর আগে প্রথম স্ত্রী মারা যাওয়ার পর সন্তানহীন সাংগ্রুরাম পরিবারের আপত্তি উপেক্ষা করে দ্বিতীয় বিয়ে করেন। আদালতে রেজিস্ট্রি ও স্থানীয় মন্দিরে আচার-অনুষ্ঠান…