অষ্টমী পেরিয়ে আজ মহানবমী, দেবীর বিদায় ঘণ্টা শুরু।

শারদীয় দুর্গাপূজার চতুর্থ দিন আজ মহানবমী। অষ্টমী পার হয়ে দেবী দুর্গার বিদায়ের ঘণ্টা বাজতে শুরু করেছে। আগামীকাল বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে বছরের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব। বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় মহানবমীর মহাআরতি অনুষ্ঠিত হয়। নবমী তিথির অন্যতম আকর্ষণ সন্ধিপূজা—যা অষ্টমীর শেষ ২৪ মিনিট ও নবমীর প্রথম ২৪ মিনিটজুড়ে হয়। মূলত…

আরও পড়ুন