Saturday, December 20

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদ্য অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে লড়াইয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়ান সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তার সঙ্গে ঢাকার ক্লাব সংগঠকদের বড় একটি অংশও ভোট থেকে বিরত ছিলেন। আলোচনা-সমালোচনার মধ্যেই সোমবার অনুষ্ঠিত নির্বাচনে পরিচালক নির্বাচিত হওয়ার পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।

নির্বাচন শেষে বুধবার (৮ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে উপস্থিত হন তামিম ইকবাল ও ভোট বর্জনকারী ক্লাব সংগঠকরা। সেখানে তামিম বলেন, “আমি গ্যারান্টি দিয়ে বলছি, স্বতন্ত্র প্রার্থী হিসেবেও আমি সহজেই পাস করতাম। এটা নিয়ে আমার কোনো সন্দেহ ছিল না। কিন্তু আমি নির্বাচনের নামে সিলেকশন চাইনি। আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল একটি ফেয়ার ইলেকশন হওয়া।”

তিনি আরও বলেন, “আপনি কি মনে করেন ১৫ ক্লাব থাকুক আর না থাকুক, আমার জন্য কেউ ভোট দিত না? আমার জন্য নির্বাচনের বাস ধরা বা না ধরা কোনো বিষয় ছিল না। আমি শুধু চেয়েছিলাম একটি স্বচ্ছ নির্বাচন।”

ভবিষ্যতে অবস্থান বদল না করার আহ্বান জানিয়ে তামিম বলেন, “কিছু অলিখিত নিয়ম থাকে—আমি সেগুলো ভাঙতে চাই না। সমঝোতার সঙ্গে আমরা একমত ছিলাম না বলেই সরে এসেছি। যারা যা সঠিক মনে করেছেন, সেটাই করেছেন। এতে আমার কোনো অভিযোগ নেই। তবে আজ যে স্টেটমেন্ট দিচ্ছেন, ভবিষ্যতেও সেটিই রাখবেন। পরে যেন আবার অবস্থান বদলে আমাদের সঙ্গে বসে না পড়েন।”

Leave A Reply


Math Captcha
30 + = 31