Saturday, December 20

এশিয়ান কাপ বাছাই পর্বে কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল। আগামী ৯ অক্টোবর ঢাকার জাতীয় স্টেডিয়ামে হংকংকে আতিথ্য দেবে জামাল ভূঁইয়ারা। এরপর ১৪ অক্টোবর হংকংয়ে ফিরতি ম্যাচ খেলবে লাল-সবুজরা।

বাংলাদেশ ফুটবল দলের হেড কোচ হাভিয়ের ক্যাবরেরার অধীনে ৩০ সেপ্টেম্বর থেকে অনুশীলন ক্যাম্প শুরু হয়েছে। তবে লেস্টার সিটির ব্যস্ততার কারণে দলে যোগ দিতে পারেননি দলের অন্যতম তারকা হামজা চৌধুরী। গত ৪ অক্টোবর লেস্টারের হয়ে সোয়ানসি সিটির বিপক্ষে ম্যাচের স্কোয়াডে থাকলেও মাঠে নামা হয়নি তাঁর। সেই ম্যাচে ৩-১ গোলে জিতেছে লেস্টার।

ক্লাব ব্যস্ততা শেষ করে আজ দেশে ফিরেছেন হামজা চৌধুরী। চলতি বছরের ২৫ মার্চ ভারতের বিপক্ষে শিলংয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় এ তারকার। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে তিন ম্যাচে ১ গোল ও ১টি অ্যাসিস্ট করেছেন তিনি।

এদিকে, বাংলাদেশের আরেক প্রবাসী ফুটবলার শমিত সোম এখনও দেশে পৌঁছাননি। কানাডার লিগে খেলা এই ফুটবলারের আসার কথা রয়েছে আগামীকাল। গত জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছিল তাঁর। এ পর্যন্ত তিন ম্যাচে দেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি।

বাছাইপর্বে এখন পর্যন্ত দুই ম্যাচে ১ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে আছে বাংলাদেশ। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে হংকং। সমান পয়েন্টে ১ গোলে এগিয়ে শীর্ষে সিঙ্গাপুর। আর বাংলাদেশের সমান ১ পয়েন্ট নিয়েই সবার নিচে আছে ভারত।

Leave A Reply


Math Captcha
7 + 2 =