ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু শেষ পর্যন্ত সৌদি আরবের জেদ্দায় মৌসুমের প্রথম এল ক্লাসিকোর স্নায়ুক্ষয়ী ফাইনালে শেষ হাসি হেসেছে বার্সেলোনাই। রাফিনহার জোড়া গোল ও রবার্ট লেভান্ডোভস্কির এক গোলের সুবাদে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা ঘরে তুলেছে কাতালান জায়ান্টরা।
ম্যাচের ৩৬ মিনিটে ফিরমিন লোপেজের অ্যাসিস্ট থেকে গোল করে বার্সেলোনাকে প্রথম লিড এনে দেন ব্রাজিলিয়ান তারকা রাফিনহা। তবে প্রথমার্ধের বিরতির ঠিক আগমুহূর্তে গঞ্জালো গার্সিয়ার পাস থেকে দারুণ এক গোলে রিয়াল মাদ্রিদকে সমতায় ফেরান ভিনিসিয়ুস জুনিয়র।
নাটক তখনও বাকি ছিল। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে পেদ্রির অ্যাসিস্টে বার্সেলোনাকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন রবার্ট লেভান্ডোভস্কি। কিন্তু বিরতির বাঁশি বাজার ঠিক আগমুহূর্তে গঞ্জালো গার্সিয়ার গোলে আবারও সমতায় ফেরে রিয়াল মাদ্রিদ (২-২)।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়ায় বার্সেলোনা। ম্যাচের ৭৩ মিনিটে দানি অলমোর পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করে দলের জয় নিশ্চিত করেন রাফিনহা। এরপর দুই দলই চেষ্টা চালালেও আর কোনো গোল না হলে ৩-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা।
এই জয়ের মাধ্যমে স্প্যানিশ সুপার কাপের ইতিহাসে নিজেদের আধিপত্য আরও শক্তিশালী করল বার্সেলোনা। রেকর্ড ১৬তমবারের মতো এই ট্রফি উঁচিয়ে ধরল তারা।

