Friday, January 16

পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়কে কেন্দ্র করে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। দলের এই সাফল্যে অভিনন্দন জানালেও জাতীয় দলের তারকা ব্যাটার বাবর আজমের বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন সাবেক ক্রিকেটার তানভীর আহমেদ।

গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ৯০ রানে পরাজয়ের পর ফাইনালে দুর্দান্ত প্রত্যাবর্তন করে পাকিস্তান। একই প্রতিপক্ষকে ১৯১ রানে হারিয়ে ১৩ বছর পর এশিয়া কাপের শিরোপা ঘরে তোলে তারা। এই ঐতিহাসিক জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনূর্ধ্ব-১৯ দলের প্রশংসা করেন বাবর আজম।

বাবর তার পোস্টে লেখেন, ‘চমৎকার ক্যাম্পেইনের পর ট্রফি জয়—অভিনন্দন। ফাইনালে আধিপত্য ছিল অসাধারণ। সাইফি (সরফরাজ) ভাইয়ের অভিজ্ঞতা এই সাফল্য গড়ে তুলেছে।’

তবে বাবরের এই মন্তব্যে অসন্তোষ প্রকাশ করেন তানভীর আহমেদ। তিনি সরাসরি বলেন, ‘এই জয়ের কৃতিত্ব সরফরাজ আহমেদের নয়। প্রকৃত কৃতিত্ব হেড কোচ শহীদ আনোয়ার, সাবেক যুব উন্নয়ন প্রধান আজহার আলী এবং বোলিং কোচ রাও ইফতেখার আনজুমের। কঠোর পরিশ্রম তারাই করেছেন।’

বাবরের বক্তব্যে হতাশা প্রকাশ করে তানভীর আরও বলেন, দলের প্রকৃত অবদানকারীদের উপেক্ষা করা ঠিক নয়।

অন্যদিকে, অনেক সাবেক ও বর্তমান ক্রিকেটার এবং সমর্থক সরফরাজ আহমেদের অবদানকে গুরুত্ব দিয়েছেন। তাদের মতে, ভারতের বিপক্ষে ফাইনালে সরফরাজের অভিজ্ঞতা ও নেতৃত্ব তরুণ ক্রিকেটারদের অনুপ্রাণিত করেছে।

উল্লেখ্য, সরফরাজ আহমেদ এর আগে ২০০৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ এবং ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে ফাইনালে পাকিস্তানকে শিরোপা জিতিয়েছিলেন।

Leave A Reply


Math Captcha
10 + = 11