Saturday, December 20

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আর নেই। প্রায় এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত হার মানলেন তিনি। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দেশের ক্রীড়াঙ্গনের দুই শীর্ষ সংস্থা—বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় হাদিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টায় তিনি শাহাদাত বরণ করেন।

মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাত ১২টার দিকে নিজেদের ফেসবুক পেজে হাদির ছবি প্রকাশ করে শোক জানায় বাফুফে। শোকবার্তায় বলা হয়,
‘আমরা শোকাহত। সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

বার্তায় আরও বলা হয়, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।’

প্রায় একই সময়ে পৃথক এক শোকবার্তায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)ও হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে। বিসিবির শোকবার্তায় বলা হয়,
‘শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।’

Leave A Reply


Math Captcha
9 + 1 =