Thursday, December 18

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি আবারও মেজর লিগ সকারে (এমএলএস) সেরা খেলোয়াড়ের (এমভিপি) মর্যাদা অর্জন করেছেন। টানা দ্বিতীয়বার এই পুরস্কার জিতে এমএলএস ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে অনন্য কৃতিত্ব গড়লেন ৩৮ বছর বয়সী এই তারকা।

ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়ে দলকে এমএলএস কাপ জিততে নেতৃত্ব দেন মেসি। লিগে সর্বোচ্চ ২৯ গোল ও ১৯ অ্যাসিস্ট করে ছিলেন মৌসুমের সেরা পারফরমার। তার গোলসংখ্যা এমএলএস-এর এক মৌসুমে চতুর্থ সর্বোচ্চ গোলের রেকর্ডও।

পুরস্কার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মেসি বলেন, ‘এই পুরস্কার পেয়ে আমি সত্যিই খুশি। টানা দুই বছর জিতে এমএলএস ইতিহাসে প্রথম হতে পারা গর্বের। আমি অত্যন্ত কৃতজ্ঞ। তবে এই সম্মান আমার সতীর্থদের সঙ্গে ভাগ করে নিতে চাই, কারণ তাদের সহযোগিতা ছাড়া কিছুই সম্ভব হতো না।’

এমএলএস ইতিহাসে এর আগে দুইবার এমভিপি জয়ের রেকর্ড ছিল কেবল প্রেকির, যিনি ১৯৯৭ ও ২০০৩ সালে এই কৃতিত্ব অর্জন করেছিলেন।

২০২৪ মৌসুমেও দারুণ ছন্দে ছিলেন মেসি। সেবার ১৯ ম্যাচে ২০ গোল ও ১৬ অ্যাসিস্ট করে জিতেছিলেন এমভিপি। ২০২৩ সালে পিএসজি থেকে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর প্রথম মৌসুমেই তিনি দলকে লিগস কাপ জিতিয়েছিলেন।

পরের মৌসুমে মায়ামিকে ৭৪ পয়েন্ট নিয়ে সাপোর্টার্স শিল্ড জেতাতেও মুখ্য ভূমিকা রাখেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই খেলোয়াড়।

Leave A Reply


Math Captcha
− 7 = 2