২০২৪ সালে ভারত সিরিজের পর আর বাংলাদেশ দলের জার্সিতে মাঠে নামেননি সাকিব আল হাসান। তাই অনেকের ধারণা ছিল—সেটিই হয়তো তার শেষ আন্তর্জাতিক ম্যাচ। তবে এবার নিজ মুখে অবসরের পরিকল্পনা জানিয়ে সেই ধোঁয়াশা দূর করলেন তিনি।
বিয়ার্ড বিফোর উইকেট পডকাস্টে সাকিব আল হাসান জানান, তিনি এখনও আনুষ্ঠানিকভাবে অবসর নেননি। বরং তার ইচ্ছা—বাংলাদেশে ফিরে একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক সিরিজ খেলেই তিন ফরম্যাট (টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি) থেকে অবসর নেওয়া।
পডকাস্টে সাকিব বলেন,
‘আনুষ্ঠানিকভাবে আমি এখনও অবসর নেইনি। আমার পরিকল্পনা হচ্ছে বাংলাদেশে ফিরে গিয়ে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলা—টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—সব ফরম্যাটেই। তারপরই অবসর নিতে চাই। এটাই আমার প্ল্যান।’
তিনি আরও বলেন,
‘আমি আশাবাদী যে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারব। এটাই একমাত্র কারণ যে কারণে এখনো খেলে যাচ্ছি।’
২০২৪ সালের ভারত সিরিজের পর থেকেই জাতীয় দলে দেখা না গেলেও সাকিব বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলছেন। বর্তমানে তিনি আইএলটি-টোয়েন্টিতে এমআই এমিরেটসের হয়ে মাঠে নামছেন।
পডকাস্টে ব্যাটিং-বোলিংয়ের প্রতি পছন্দ নিয়েও প্রশ্ন করা হয় তাকে। জবাবে সাকিব বলেন,
‘ব্যাটিং বেশি উপভোগ করি কারণ এটা নিয়ে বেশি পরিশ্রম করতে হয়েছে। তবে আমার সবচেয়ে বেশি সাফল্য এসেছে বোলিংয়ে।’
সাকিবের এই বক্তব্যে পরিষ্কার—তিনি এখনও জাতীয় দলের জার্সিতে শেষবার মাঠে নামার অপেক্ষায় আছেন, আর সেই সুযোগ পেলেই পূর্ণাঙ্গ সিরিজ খেলে বিদায় জানাতে চান আন্তর্জাতিক ক্রিকেটকে।

