Thursday, December 18

গত সপ্তাহে কনফারেন্স শিরোপা জিতে উচ্ছ্বাস ছড়িয়েছিলেন, আর এবারই মেজর লিগ সকারের (এমএলএস) সবচেয়ে বড় ট্রফি কুড়ালেন লিওনেল মেসির নেতৃত্বাধীন ইন্টার মায়ামি। ফাইনালে নিজে গোল না পেলেও সতীর্থদের সঙ্গে খেলে ভ্যানকুভার হোয়াইটক্যাপসকে ৩-১ ব্যবধানে হারিয়েছে তার দল।

ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই ভাগ্যের সহায়তা পায় মায়ামি। ৮ মিনিটে প্রতিপক্ষ ডিফেন্ডার ওকাম্পোর আত্মঘাতী গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় এই লিড নিয়েই বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে ভ্যানকুভার। ৬০ মিনিটে আলী আহমেদের গোল সমতা ফেরালেও, ৭১ মিনিটে মেসির পাসে রদ্রিগো ডি পল মায়ামিকে আবার লিড এনে দেন। ম্যাচের শেষ মুহূর্তে (৯৬ মিনিট) মেসির আরেকটি নিখুঁত অ্যাসিস্টে দলের জয় নিশ্চিত করেন তাদেও আলেন্দে।

এই জয় ইন্টার মায়ামির ইতিহাসে প্রথমবারের মতো এমএলএস চ্যাম্পিয়ন হওয়ার গৌরব এনে দিল। মেসি ব্যক্তিগতভাবে পেশাদার ক্যারিয়ারে ৪৮তম শিরোপা অর্জন করলেন।

ম্যাচটি আরও বিশেষ হয়ে ওঠে কারণ এটি বার্সেলোনার দুই কিংবদন্তি জর্ডি আলবা ও সার্জিও বুসকেটসের ক্যারিয়ারের শেষ ম্যাচ। আলবা ১১ মৌসুমে ছয়টি লা লিগা ও একটি চ্যাম্পিয়ন্স লিগ জয় করে বিদায় নিলেন, আর বুসকেটস ৭২২ ম্যাচে ৩২টি ট্রফি জিতেছেন। দুজনের ক্যারিয়ার সুন্দরভাবে সমাপ্ত হলো এমএলএস শিরোপা জয়ে।

Leave A Reply


Math Captcha
− 1 = 1