ওল্ড ট্র্যাফোর্ডে বৃহস্পতিবার রাতে জয় প্রায় নিশ্চিত হয়েও শেষ মুহূর্তে হাতছাড়া করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের ৮৩তম মিনিটে ওয়েস্ট হামের খেলোয়াড় সাউংউতু মাগাসার গোলের ফলে ১-১ ড্রয়ে সন্তুষ্ট থাকতে হয় রেড ডেভিলদের। ম্যাচ শেষে রাগ ও হতাশা প্রকাশ করেন দলটির কোচ রুবেন আমোরিম। তিনি বলেন, “হতাশ, রাগান্বিত—এই তো।”
প্রথমার্ধে ডিয়োগো দালোতের গোলেই এগিয়ে যায় ইউনাইটেড। দ্বিতীয়ার্ধেও তারা ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে। তবে এক মুহূর্তের ঢিলেমি দলকে বড় ক্ষতির মুখে ফেলে। একটি নিরীহ লং বল লেনি ইয়োরোর মাথার উপর দিয়ে বাউন্স করে বিপদ তৈরি করে। পরিস্থিতি সামাল দিতে না পেরে কর্নার দেন জারড বোয়েন, সেখান থেকেই গোল করে সমতা ফিরিয়ে আনেন মাগাসা।
এই গোলটাই সবচেয়ে বেশি বিরক্ত করেছে আমোরিমকে। তিনি বলেন, “অনেক ম্যাচেই দ্বিতীয়ার্ধে আমরা নিয়ন্ত্রণ হারাই, কিন্তু আজ তা হয়নি। প্রথম গোলের পর কিছুক্ষণ বল হারিয়েছিলাম। আমরা সবসময় গোল থেকে দূরে থেকে ডিফেন্ড করার চেষ্টা করি। কিন্তু আজ যে গোলটা খেলাম, সেটা লং বল থেকে। তিনজন খেলোয়াড় থাকা সত্ত্বেও আমরা সেকেন্ড বলটা জিততে পারিনি। এত লম্বা দেহের খেলোয়াড় নিয়ে গড়া দলের কাছে এমন কর্নার দেওয়া ঠিক হয়নি।”
ড্রয়ের ফলে ১৪ ম্যাচ শেষে ২২ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে অষ্টম স্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল।

