স্প্যানিশ লিগে আজ দারুণ উত্তেজনার ম্যাচ। গভীর রাতে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও অ্যাথলেটিকো মাদ্রিদ। ক্যাম্প ন্যুতে ম্যাচটি শুরু হবে রাত ২টায়। টানা জয়ে ফর্মে থাকলেও চ্যাম্পিয়নস লিগে ব্যর্থতার কারণে বেশ অস্বস্তি নিয়েই খেলতে নামবে হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা।
ফর্মে বার্সা, তবুও দুশ্চিন্তা
টানা চার ম্যাচ জিতেছে বার্সেলোনা—এই সময়ে প্রতিপক্ষের জালে ১৪ গোল দিয়েছে তারা। পয়েন্ট টেবিলেও শীর্ষে অবস্থান করছে ব্লাউগ্রানারা।
তবুও সমস্যার শেষ নেই। চ্যাম্পিয়নস লিগে তাদের সময়টা ভালো যাচ্ছে না।
শেষ ম্যাচে চেলসির কাছে ৩–০ গোলের বড় ব্যবধানে হার। তার আগের ম্যাচে ক্লাব ব্রুগের বিপক্ষে ড্র।
ফলে অস্বস্তি বাড়ছে কোচ ফ্লিকের কপালে।
অ্যাথলেটিকোর বিপক্ষে শেষ পাঁচ ম্যাচে তিন জয় পেলেও এক হারের স্মৃতি আছে ঘরের মাঠে। ইয়ামালের ফেরত ফর্মেও ভরসা খুঁজছেন ফ্লিক।
ফ্লিকের মন্তব্য
হ্যান্সি ফ্লিক বলেন—
“যদিও আমরা পয়েন্ট টেবিলের শীর্ষে আছি, তবে আমরা সেরা মুহূর্তে নেই। সবাই আমাদের হারাতে চায়। এবারের মৌসুম তাই আরও কঠিন। সেরাটা খেলতেই হবে এবং ধারাবাহিকতা রাখতে হবে।”
দলগত অবস্থা
- বার্সেলোনা: ব্যক্তিগত কারণে নেই রোনাল্ড আরাউহো। মূল গোলরক্ষক টের স্টেগেনও পুরোপুরি ফিট নন।
- অ্যাথলেটিকো মাদ্রিদ: ইনজুরি মুক্ত স্কোয়াড। আর্জেন্টাইন তারকা জুলিয়ান আলভারেজ এই ম্যাচে ফিরতে পারেন।
লস রোজি ব্লাঙ্কোরা সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাত ম্যাচের জয়রথে আছে।
৪ বা ততোধিক গোলের ব্যবধানে বার্সাকে হারাতে পারলে তারা পয়েন্ট তালিকার চতুর্থস্থান থেকে এক লাফে শীর্ষে উঠতে পারে।
ইংলিশ লিগেও আজ ব্যস্ততা: মাঠে নামছে ম্যানসিটি
বার্সেলোনার মতোই দুই দিনের ব্যবধানে আবার মাঠে নামছে ম্যানচেস্টার সিটি। অ্যাওয়ে ম্যাচে ফুলহ্যামের মুখোমুখি হবে সিটিজেনরা।
চলতি মৌসুমে অ্যাওয়ে ম্যাচে ছয় খেলায় মাত্র দুই জয় হওয়ায় নির্ভার হতে পারছে না গার্দিওলার দল।
ফুলহ্যামের বিপক্ষে অবশ্য শেষ পাঁচ ম্যাচে সিটির শতভাগ জয়ের রেকর্ড আছে।
ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে ব্যস্ততা দেখিয়েছেন পেপ গার্দিওলা—মাত্র ১৩৩ সেকেন্ডের প্রেস কনফারেন্স, বেশিরভাগ প্রশ্নের জবাব এক কথায়।
তবে দলে দুঃসংবাদ—ইনজুরি থেকে না সেরে ওঠায় এবারও রদ্রিকে পাচ্ছে না ম্যানসিটি।

