আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হবে আইপিএলের মিনি নিলাম। এতে অংশ নিতে ১,৩৫৫ জন ক্রিকেটার নাম লিখিয়েছেন, যা ক্রিকবাজের হাতে থাকা নিবন্ধন তালিকায় দেখা যাচ্ছে। ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার শীর্ষ আন্তর্জাতিক ক্রিকেটাররা এ তালিকায় স্থান পেয়েছেন।
বাংলাদেশের দুই তারকা মোস্তাফিজুর রহমানও নিলামে নাম নিবন্ধন করেছেন। অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন, ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন, ভারতের রবি বিষ্ণয়ী, ভেঙ্কটেশ আইয়ার, শ্রীলঙ্কার মাথিশা পাথিরানা ও ওয়ানিন্দু হাসারাঙ্গাসহ মোট ৪৫ জন ক্রিকেটার সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপি বেছে নিয়েছেন।
নিলামের তালিকায় থাকা ভারতীয় উল্লেখযোগ্য ক্রিকেটারদের মধ্যে আছেন: মায়াঙ্ক আগরওয়াল, কে.এস. ভারত, রাহুল চাহার, রবি বিষ্ণয়ী, আকাশ দীপ, দীপক হুদা, ভেঙ্কটেশ আইয়ার, সরফরাজ খান, শিবম মাভি, নবদীপ সাইনি, চেতন সাকারিয়া, কুলদীপ সেনে, পৃথ্বী শ, রাহুল ত্রিপাঠি, সন্দীপ ওয়ারিয়ার ও উমেশ যাদব।
এবারের মিনি নিলামে খেলোয়াড়দের উচ্চ প্রতিযোগিতা ও আন্তর্জাতিক খেলোয়াড়দের উপস্থিতি উত্তেজনা বাড়িয়ে দিয়েছে।

