বাঁচা-মরার ম্যাচে ফিল্ডিংয়ে নেমে ইনিংস শুরুর প্রথম ওভারেই পাকিস্তান শিবিরে হানা দিলেন তাসকিন আহমেদ। বাউন্ডারি হজমের পরের বলেই সাজঘরে ফেরালেন সাহিবজাদা ফারহানকে। পরের ওভারে আক্রমণে এসে সাইম আইয়ুবকে ফেরালেন স্পিনার শেখ মেহেদী হাসান। তাতে পরপর ২ উইকেট হারিয়ে চাপে পড়ল পাকিস্তান।
© 2025 Dhaka Report. Designed by Ashraful Sarkar.

