Thursday, December 18

ঢাকা নিউজ মিডিয়া পোর্টালের সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে যুক্ত হয়েছেন নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার আইটি এক্সপার্ট রায়হান। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।

ডিজিটাল কনটেন্ট ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ও আইটি সাপোর্টে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে রায়হানের। এর আগে তিনি বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও ডিজিটাল প্ল্যাটফর্মে দক্ষতার সঙ্গে কাজ করে প্রশংসা কুড়িয়েছেন।

ঢাকা রিপোর্ট কর্তৃপক্ষ জানায়, ডিজিটাল প্ল্যাটফর্মে পোর্টালের উপস্থিতি আরও শক্তিশালী করা, দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দেওয়া এবং পাঠক-দর্শকদের সঙ্গে কার্যকর যোগাযোগ গড়ে তোলার লক্ষ্যে রায়হানকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন দায়িত্ব পাওয়ায় প্রতিক্রিয়ায় রায়হান বলেন,
“ঢাকা রিপোর্টর মতো একটি দায়িত্বশীল সংবাদমাধ্যমের সঙ্গে কাজ করতে পেরে আমি গর্বিত। সততা ও পেশাদারিত্বের সঙ্গে পোর্টালের ডিজিটাল কার্যক্রম এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করব।”

তার এই সংযুক্তির মাধ্যমে নিউজ মিডিয়া পোর্টালের অনলাইন ও সোশ্যাল মিডিয়া কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

Leave A Reply


Math Captcha
+ 27 = 34