বরিশালের নির্বাচনী এলাকায় গণপরিবেশ পরিদর্শনে গিয়ে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের তোপের মুখে পড়লেন বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ঘটনাটির একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ভিডিওতে দেখা যায়, ব্যারিস্টার ফুয়াদ সামনে দিয়ে যাচ্ছেন, আর পেছন থেকে কয়েকজন বিএনপি কর্মী উত্তেজিত স্লোগান দিচ্ছেন—
‘ফুয়াদের দুই গালে জুতা মারো তালে, ফুয়াদের চামড়া তুলে নেব আমরা।’
এ সময় কয়েকজন সহযোগী তাকে দ্রুত সেখান থেকে সরিয়ে নিতে চেষ্টা করেন।
জানা যায়, গতকাল রোববার দুপুরে রহমতপুর-বাবুগঞ্জ-মুলাদী-হিজলা সড়কের আড়িয়াল খাঁ নদীর ওপর মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দিতে যান ব্যারিস্টার ফুয়াদ। সেখানে স্থানীয়দের উদ্দেশে তিনি বলেন,
‘স্থানীয়রা চাঁদা চাওয়ার কারণে সেতুর কাজ স্থগিত ছিল।’
তার এই বক্তব্যের পরপরই উপস্থিত বিএনপি নেতাকর্মীরা তাকে ঘিরে “ভুয়া ভুয়া” স্লোগান দিতে শুরু করে। ফুয়াদ ঘটনাস্থল ত্যাগ করার চেষ্টা করলে পুনরায় উত্তেজিত স্লোগান দেওয়া হয়।
ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে, আর সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

