Monday, November 3

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় আইন অনুষদে ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীদের এবার লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ১৬০ জন শিক্ষার্থীকে আইন অনুষদে (আইন বিভাগ ও আইন ও ভূমি প্রশাসন বিভাগে) ভর্তির সুযোগ দেওয়া হবে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক আবু নাসের মোহাম্মদ ওয়াহিদ।

তিনি বলেন, “আমরা বেশ কয়েক বছর ধরে দাবি করে আসছিলাম যেন ইংরেজি বিভাগের মতো আইন অনুষদেও লিখিত পরীক্ষা নেওয়া হয়। আজকের অনুষ্ঠিত ‘এ’ ইউনিটের চিফ কো-অর্ডিনেটরের মিটিংয়ে সেই দাবি অবশেষে সিদ্ধান্ত হিসেবে গৃহীত হয়েছে।”

ডিন আরও জানান, কীভাবে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তা শিগগিরই জানানো হবে।

উল্লেখ্য, গত কয়েক বছর ধরে রাবির ইংরেজি বিভাগ লিখিত পরীক্ষা নিয়ে ভর্তি কার্যক্রম পরিচালনা করছে এবং সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি করে আসছে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর জানায়, এবারের ভর্তি পরীক্ষা আগামী ১৬ জানুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান) দিয়ে শুরু হবে। ১৭ জানুয়ারি ‘এ’ ইউনিট (মানবিক) ও ২৪ জানুয়ারি ‘বি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বছর সিলেকশন পদ্ধতি থাকবে না, তবে দুই শিফটে পরীক্ষা নেওয়া হবে—প্রথম শিফট সকাল ১১টা থেকে ১২টা এবং দ্বিতীয় শিফট বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত।

ভর্তি পরীক্ষা রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল বিভাগে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

ভর্তির যোগ্যতা হিসেবে মানবিক ও বাণিজ্য শাখায় এসএসসি ও এইচএসসি পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ সহ মোট ৭.০০ এবং বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট ৮.০০ প্রাপ্ত হতে হবে।

এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের এক ঘণ্টাব্যাপী ভর্তি পরীক্ষায় ৮০টি প্রশ্ন থাকবে। প্রতি চারটি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা যাবে এবং পাশ নম্বর নির্ধারিত হয়েছে ৪০।

ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট admission.ru.ac.bd ও পরবর্তী বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

Leave A Reply


Math Captcha
80 − 75 =