জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিএনপি দেশের অন্তত ৪০টি টেলিভিশন ও পত্রিকায় প্রভাবশালী অবস্থান রাখে। মঙ্গলবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জের ফুডক্লাব অডিটোরিয়ামে জেলা শাখার আয়োজিত সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, সম্প্রতি তথ্য মন্ত্রণালয় দুটি নতুন টেলিভিশনের অনুমোদন দিয়েছে; এই দুইটির একটির পেছনে এনসিপি নেতা জড়িত থাকা সংবাদের কথা তিনি শুনেছেন। খোঁজ নিয়ে দেখা গেছে, শুধুই এনসিপি নয়—জামায়াত ও বিএনপি many নেতৃবৃন্দও এসব টিভি ও পত্রিকার সঙ্গে যুক্ত। তিনি অভিযোগ করেন যে, তথ্যে কিছু মানুষ বিশেষভাবে এনসিপিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফোকাস করছে।
তিনি আরও বলেন, “এটি একটি পরিকল্পিতভাবে প্রশ্নবিদ্ধ করার প্রচেষ্টা। আমরা চাই মিডিয়া তাদের স্বাধীন অবস্থান থেকেই কাজ করুক। সাংবাদিকদের পেশাগত কর্তব্য পালন করার ক্ষেত্রে কেউ যেন বাধা না দেয়।”
আওয়ামী লীগ প্রসঙ্গে সারজিস আলম বলেন, “বাংলাদেশে আর আওয়ামী লীগ কখনো ফিরে আসবে না। যারা দেশ থেকে বসে আওয়ামী লীগের পুনরাগমনের স্বপ্ন দেখছেন, তাদের সেই স্বপ্ন ত্যাগ করতে হবে—নাহলে আপনাদেরও একই পথে যেতে হবে। ”
মঙ্গলবারের সভায় স্থানীয় এনসিপি নেতারা পার্টির কার্যক্রম ও সংগঠন জোরদারের বিষয়ে আলোচনা করেছেন এবং আঞ্চলিক রাজনৈতিক বাস্তবতা ও মিডিয়া নিয়ন্ত্রণ নিয়ে তাদের উদ্বেগ পুনর্ব্যক্ত করেছেন।

