Thursday, October 30

রাজধানীর শাহবাগ থানার ঝুট ব্যবসায়ী মনির হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক মাইনুল খান পুলক দীপু মনির ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুনানিকালে আদালতে উপস্থিত থেকে দীপু মনি অভিযোগ করেন, তিনি নারী হওয়ায় অসুস্থতার মধ্যেও চিকিৎসা পাচ্ছেন না। দীর্ঘদিন হাজতে থাকার পরও যথাযথ চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না। তিনি আরও বলেন, “সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন চিকিৎসার অভাবে মারা গেছেন। এখন আমাদের কি মরে প্রমাণ করতে হবে আমরা অসুস্থ ছিলাম?”

দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। তিনি জানান, এজাহারে নাম ছাড়া কোনো প্রমাণ নেই, হয়রানির উদ্দেশ্যে এসব মামলায় জড়ানো হচ্ছে।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, কারাবিধি অনুযায়ী সাক্ষাতের সুযোগ রয়েছে। রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য হাসপাতাল যাওয়ার চেষ্টা করা হচ্ছে।

একই দিনে লালবাগ থানার শাওন সিকদার হত্যা মামলায় সাবেক এমপি সোলায়মান সেলিমকে গ্রেপ্তার দেখানোর আবেদনও আদালত মঞ্জুর করেন।

Leave A Reply


Math Captcha
+ 28 = 35