Thursday, October 30

রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক মাসুদ কামাল বলেছেন, আঞ্চলিক পর্যায়ে বিএনপি যতটা না বিতর্কিত কর্মকাণ্ড করেছে, তার চেয়ে বেশি বিতর্ক সৃষ্টি করেছে জামায়াতের আচরণ ও বক্তব্য—যা বিএনপির ভাবমূর্তিকে আরও ক্ষুণ্ন করেছে।

নিজের ফেসবুক পেজে দেওয়া এক ভিডিওবার্তায় প্রধান উপদেষ্টার নিউইয়র্ক সফর ও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি এ কথা বলেন।

মাসুদ কামাল জানান, ডাকসু নির্বাচনের আগ পর্যন্ত জামায়াত খুব সংযত অবস্থানে ছিল। কিন্তু ডাকসু ও জাকসুতে ব্যাপক জয়লাভের পর তাদের নেতাদের বক্তব্য ও আচরণে পরিবর্তন আসে; অতিআত্মবিশ্বাসী হয়ে ওঠেন এবং একেক নেতা একেকভাবে চটকদার মন্তব্য করতে থাকেন। যা জনগণ ভালোভাবে নেয়নি।

তিনি আরও বলেন, সামনের দিনগুলোতে দেশের রাজনীতি ঘুরপাক খাবে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে। নির্বাচন কীভাবে হবে, তা শান্তিপূর্ণ হবে কি না—ড. ইউনূসের দেওয়া প্রতিশ্রুতি আদৌ বাস্তবায়ন সম্ভব হবে কি না—এসব প্রশ্ন সামনে আসবে।

মাসুদ কামালের মতে, এ মাসেই ‘জুলাই সনদ’ নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। তবে মূল বিষয়টি থাকবে নির্বাচন ও প্রতিদ্বন্দ্বিতা। আওয়ামী লীগ থাকবে কি না, না থাকলে ভোটের প্রতিক্রিয়া কী হবে—এই সব প্রশ্নও উত্থাপিত হবে।

তিনি বলেন, আগে যেখানে নির্বাচন নিয়ে জয়ের পূর্বাভাস দেওয়া সহজ ছিল, এখন পরিস্থিতি অনেকটাই অনিশ্চিত। আট মাস আগেও সবাই বিএনপির নিরঙ্কুশ জয় কল্পনা করত, কিন্তু এখন বিএনপির নেতারাও আর নিশ্চিত নন।

Leave A Reply


Math Captcha
+ 71 = 75