Sunday, December 21

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) সংসদীয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর বাজারে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

সভায় রুমিন ফারহানা বলেন,
“আমি যা বলি, আমি তা-ই করি। আমার এলাকার মানুষের সিদ্ধান্তই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আপনারা যদি আমার পাশে থাকেন, মার্কা যা-ই হোক—নির্বাচন করব আমি সরাইল-আশুগঞ্জ থেকেই।”

তিনি বলেন, দেশের অধিকাংশ আসনে যখন মনোনয়ন নিয়ে আনন্দ-উৎসব চলছে, তখন সরাইল-আশুগঞ্জের মানুষ এখনো জানে না তাদের এমপি প্রার্থী কে। এটি এই এলাকার মানুষের জন্য অত্যন্ত দুঃখজনক।

নিজের রাজনৈতিক ভূমিকার কথা উল্লেখ করে রুমিন ফারহানা বলেন,
“গত ১৭ বছর আমি কী করেছি, তা আমাকে বলতে হবে না—মানুষ জানে। আমার বাবার অপূর্ণ স্বপ্ন পূরণ করতেই আমি রাজনীতিতে এসেছি। আপনারা পাশে থাকলে বাংলাদেশ জয় করতে পারি।”

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন,
“গত ১৫ বছর বাংলাদেশের মানুষ প্রকৃত ভোট দিতে পারেনি। সরকার এখন বলছে, ২০২৬ সালে সবচেয়ে ভালো নির্বাচন দেবে। আমরা সেই কথায় বিশ্বাস রাখতে চাই।”

এ সময় তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনের আগে সব অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে এবং ৫ আগস্টের পর থানা থেকে লুট হওয়া অস্ত্র আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে ভোটার, প্রার্থী ও নির্বাচনী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।

প্রায় প্রতি সপ্তাহেই এলাকায় আসার কথা উল্লেখ করে রুমিন ফারহানা বলেন,
“সরাইল ও আশুগঞ্জ নিয়ে আমার অনেক স্বপ্ন রয়েছে। এই দুটি উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। আপনাদের ভোটে সংসদে গেলে সেই স্বপ্ন বাস্তবায়ন করব।”

উল্লেখ্য, বিএনপি ইতোমধ্যে দুই দফায় দেশের ২৭২টি আসনে প্রার্থী ঘোষণা করলেও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে এখনো কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। এদিকে রুমিন ফারহানা গত কয়েক মাস ধরে এই আসনে নিয়মিত গণসংযোগ ও সামাজিক কার্যক্রম চালিয়ে আসছেন।

Leave A Reply


Math Captcha
88 − 82 =