Thursday, December 18

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এক সংবাদ সম্মেলনে মানবতার রাজনীতির দল ইনসানিয়াত বিপ্লব-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মানবতার রাজনীতির প্রবর্তক আল্লামা ইমাম হায়াত বলেন, “পাকিস্তানপন্থি, ভারতপন্থি কিংবা আমেরিকাপন্থি নয়—আমাদের হতে হবে মানবতা ও জীবনপন্থী।”

সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের রাজনীতিতে বিভাজন ও পরনির্ভরশীলতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে মানবিক মূল্যবোধভিত্তিক রাজনীতির চর্চা জরুরি। মানুষের জীবন, মর্যাদা ও ন্যায্য অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই ইনসানিয়াত বিপ্লব রাজনীতি করছে বলে জানান তিনি।

আল্লামা ইমাম হায়াত আরও বলেন, আসন্ন নির্বাচনে জনগণের মৌলিক অধিকার, সামাজিক ন্যায়বিচার ও মানবিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে ইনসানিয়াত বিপ্লব সক্রিয়ভাবে অংশ নেবে। তিনি দেশবাসীকে বিভেদ নয়, মানবতা ও জীবনের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দলীয় কর্মসূচি ও অবস্থান তুলে ধরা হয়।

Leave A Reply


Math Captcha
69 + = 74