Friday, December 19

বিগত ফ্যাসিস্ট সরকারের নিপীড়ন-নির্যাতনের কারণেই বেগম খালেদা জিয়ার রোগের সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বাদ-জুমা রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “বেগম খালেদা জিয়া এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সারাটা জীবন উৎসর্গ করেছেন। অথচ বিগত সরকার তার প্রতি চরম অন্যায় আচরণ করেছে। দীর্ঘ ছয় বছর কারাবন্দি ছিলেন তিনি, এর মধ্যে দুই বছর ছিলেন নির্জন কারাগারে। সবার সন্দেহ, সেখান থেকেই তার এই রোগের সূচনা।”

তিনি আরও জানান, কয়েক সপ্তাহ ধরে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন দেশনেত্রী খালেদা জিয়া। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞ চিকিৎসকরা তার চিকিৎসা করলেও আরও উন্নত চিকিৎসার প্রয়োজন বলে চিকিৎসক টিম মত দিয়েছে।

মির্জা ফখরুল বলেন, “চিকিৎসা আরও উন্নত হাসপাতালে করা জরুরি হওয়ায় তাকে ইংল্যান্ডে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কাতার থেকে কাল এয়ার অ্যাম্বুলেন্স এলে পরশু (৭ ডিসেম্বর) তাকে ইংল্যান্ডে নেওয়া হতে পারে বলে আশা করা যাচ্ছে।”

দোয়া মাহফিলে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave A Reply


Math Captcha
74 − = 66