Monday, November 3

জুলাই সনদে বিএনপি যেসব বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে, তাতে দলটির মধ্যে স্বৈরাচার হওয়ার চিন্তাভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

রোববার (২ নভেম্বর) রাজধানীর কাকরাইলে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ‘ফ্যাসিবাদের কালো থাবা ও আগামীর বাংলাদেশের চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

তাহের বলেন, “বিএনপি যেসব বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছে, সেগুলো দেখে মনে হয় তাদের মধ্যে আবার স্বৈরাচার হওয়ার একটা খায়েশ আছে। ভেতরে ভেতরে যেন সেই চিন্তা কাজ করছে। আমরা যে স্বৈরাচার হওয়ার রাস্তা বন্ধ করতে চাচ্ছিলাম, তারা সেটা করতে দিচ্ছে না।”

তিনি আরও বলেন, “বিএনপি আজ কী নিয়ে লড়াই করছে বুঝতে পারছি না। মাসের পর মাস আমরা ৩১টি দল এক হয়ে সংস্কারের জায়গায় ঐক্যবদ্ধ হয়েছি। বিএনপিও সনদে সাইন করেছে। আমি আর সালাহউদ্দিন সাহেব একসঙ্গে ছিলাম। এমনকি সেদিন মির্জা ফখরুল সাহেবও পাশে ছিলেন। খুব আনন্দের পরিবেশে, হাসিমুখে সাইন করেছেন। কারও মুখে জোরপূর্বক কোনো চাপের ছাপ ছিল না। কিন্তু হঠাৎ কী স্বপ্ন দেখলেন জানি না—সকালে উঠে উল্টোপাল্টা বলা শুরু করলেন।”

সংস্কার প্রসঙ্গে ডা. তাহের বলেন, “সংস্কার বাংলাদেশের ডেভেলপমেন্ট ডেমোক্রেসির জন্য অপরিহার্য। সংস্কার প্রশ্নে আমরা কোনো আপস মানি না।”

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে তিনি বলেন, “আপনার কাজ কোনো রাজনৈতিক দলকে খুশি করা নয়, জাতিকে খুশি করা। কারও চাপে মাথা নত করবেন না। সংস্কার ছাড়া প্রধান উপদেষ্টা জিরো।”

Leave A Reply


Math Captcha
+ 85 = 91