Friday, October 31

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাচ্চাদের ‘বাচ্চা শাপলা’ উপহার দিয়েছেন বলে মন্তব্য করেছেন আমজনতার দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান

বৃহস্পতিবার বিকেলে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “ডক্টর ইউনূস বাচ্চাদের বাচ্চা শাপলা উপহার দিলেন।”

প্রসঙ্গত, নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)

দীর্ঘদিন ধরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘শাপলা’ প্রতীক দাবি করে আসছিল। তবে ইসির পূর্ববর্তী তালিকায় শাপলা না থাকায় কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল, এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই।

তবে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নির্বাচন কমিশন নতুন প্রজ্ঞাপন জারি করে প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ প্রতীক যুক্ত করেছে

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৯৭২ সালের সংবিধানের অনুচ্ছেদ ৯৪ অনুযায়ী কমিশন ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’ এর সংশোধন করেছে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, “উপরিউক্ত বিধিমালার বিধি ৯-এর উপবিধি (১)-এর পরিবর্তে নতুন উপবিধি (১) প্রতিস্থাপিত হলো। এই বিধির অন্যান্য বিধান সাপেক্ষে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অনুচ্ছেদ ২০-এর দফার অধীন স্থগিতকৃত প্রতীক ব্যতীত নিম্নবর্ণিত প্রতীকগুলো হইতে প্রাপ্যতা সাপেক্ষে যেকোনো একটি প্রতীক বরাদ্দ করা যাবে।”

Leave A Reply


Math Captcha
82 + = 92