Wednesday, October 29

রাজশাহী, ২৮ অক্টোবর:
নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, “আওয়ামী লীগ এই মুহূর্তে বাংলাদেশের কোনো রাজনৈতিক শক্তি নয়। আওয়ামী লীগ ও বিভিন্ন বৈদেশিক শক্তি নির্বাচন বানচালের চেষ্টা করবে। দীর্ঘমেয়াদি লড়াইয়ের মাধ্যমে তাদের প্রতিহত করতে হবে।”

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রাজশাহীর পর্যটন মোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম আরও বলেন, “আওয়ামী লীগের বৈধতা দেয়ার অপরাধে জাতীয় পার্টিকেও বিচারের আওতায় আনতে হবে। শাপলা প্রতীক নিয়ে আইনি ব্যাখ্যা না দিয়ে নির্বাচন কমিশন তাদের সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায়। এর মাধ্যমে এনসিপিকে নির্বাচনে অংশগ্রহণে বাধা সৃষ্টি করা হচ্ছে। নির্বাচন কমিশনকে ব্যবহার করে ষড়যন্ত্র চালানো হচ্ছে।”

তিনি সতর্ক করে বলেন, “নির্বাচনে অংশ নিতে বাধা সৃষ্টি করা হলে রাজপথে তার জবাব দেওয়া হবে।”

নাহিদ ইসলাম জানান, এনসিপির প্রার্থী বাছাই প্রক্রিয়া চলছে এবং অচিরেই প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। তিনি বলেন, “তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার সুযোগ নেই, তাই বর্তমান সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।”

এসময় তিনি অভিযোগ করেন, “২০১৮ সালের নির্বাচনে ডিসি-এসপিদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও নির্বাচন কমিশনের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি।”

জুলাই সনদের প্রসঙ্গে তিনি বলেন, “জুলাই সনদের বাস্তবায়ন কীভাবে হবে তা নিশ্চিত না করলে তা একটি কাগজ ছাড়া কিছুই নয়। প্রধান উপদেষ্টা আদেশ জারি করে জুলাই সনদের স্বীকৃতি দিতে হবে এবং পরবর্তীতে গণভোটের আয়োজন করতে হবে।”

সংবাদ সম্মেলনে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, “আওয়ামী লীগ ও ভারত প্রশ্নে বিএনপি-জামায়াত এককভাবে নেতৃত্ব দিতে পারবে না, তাই রাজনৈতিক দল হিসেবে এনসিপিকে দাঁড়াতে হবে।”

এসময় উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Leave A Reply


Math Captcha
84 + = 85