ইরানে দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে অন্তত ২ হাজার ৫৭১ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১২ জন শিশু রয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) আজ বুধবার ভোরে এ তথ্য জানায়।
সংগঠনটির তথ্যমতে, নিহতদের মধ্যে ২ হাজার ৪০৩ জন বিক্ষোভকারী এবং ১৪৭ জন সরকারপক্ষের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। এ ছাড়া বিক্ষোভে অংশ না নেওয়া ৯ জন বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন। বিক্ষোভ চলাকালে ১৮ হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
গত ২৮ ডিসেম্বর থেকে ইরানে বিক্ষোভ শুরু হয়। প্রথমে অর্থনৈতিক সংকটের প্রতিবাদে আন্দোলন শুরু হলেও পরে তা সরকারবিরোধী রূপ নেয়। তবে ইরান সরকার দাবি করেছে, দেশটির শত্রুরা বিক্ষোভে উসকানি দিচ্ছে।
বিক্ষোভ শুরুর পর দেশটিতে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়। টানা প্রায় পাঁচ দিন ধরে ইন্টারনেট বিচ্ছিন্ন থাকায় বিদেশ থেকে বিক্ষোভের প্রকৃত পরিস্থিতি জানা কঠিন হয়ে পড়েছে এবং হতাহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হচ্ছে না।
কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার থেকে আন্তর্জাতিক ফোন সংযোগ আংশিকভাবে চালু হয়েছে। তবে এখনো বাইরে থেকে ইরানে ফোন করা যাচ্ছে না। শুধু ইরান থেকে বাইরে ফোন করা সম্ভব হচ্ছে, তাও সংযোগের মান খুব দুর্বল এবং বারবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্স ইরানের এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, গত দুই সপ্তাহে প্রায় দুই হাজার মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্য উভয়ই রয়েছেন। এই মৃত্যুসংখ্যা সাম্প্রতিক কয়েক দশকে ইরানে সংঘটিত যেকোনো বিক্ষোভের তুলনায় সর্বোচ্চ বলে মনে করা হচ্ছে।
ইরানি কর্তৃপক্ষ দাবি করেছে, গত বৃহস্পতিবার থেকে টানা কয়েক রাত ধরে চলা বিক্ষোভ এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্য নিহত হয়েছেন এবং তাঁদের জানাজা ঘিরে সরকারের পক্ষে বড় সমাবেশ হয়েছে।
এদিকে ইরানের বিক্ষোভকারীদের ‘দেশপ্রেমিক’ আখ্যা দিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “সাহায্য আসছে।”
ট্রাম্পের এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন বিভিন্ন সংবাদমাধ্যমে ইরানে বিক্ষোভ কিছুটা স্তিমিত হওয়ার খবর প্রকাশিত হচ্ছে।

