রাশিয়ার ইভানোভো অঞ্চলে মঙ্গলবার পরীক্ষামূলক উড্ডয়নের সময় একটি এএন-২২ সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। রাশিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানে থাকা কেউই জীবিত নেই। রাষ্ট্রীয় গণমাধ্যমের আগের প্রতিবেদনে বলা হয়েছিল, বিমানে সাতজন ক্রু সদস্য ছিলেন।
দেশটির তদন্ত কমিটি জানিয়েছে, উড্ডয়ন প্রস্তুতির নিয়মকানুন ও নিরাপত্তা প্রোটোকল সংক্রান্ত বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে। কমিটির এক বিবৃতিতে বলা হয়, ৯ ডিসেম্বর ২০২৫-এ ইভানোভো অঞ্চলের ইভানকোভো গ্রামের কাছে পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনার সময় বিমানটি বিধ্বস্ত হয় এবং সকল ক্রু সদস্য নিহত হন। তবে বিবৃতিতে মোট আরোহীর সংখ্যা উল্লেখ করা হয়নি।
এর আগে রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছিল, বিমানে সাতজন ক্রু সদস্য ছিলেন এবং মেরামতের কাজ শেষ হওয়ার পর এই পরীক্ষামূলক উড্ডয়ন পরিচালনা করা হচ্ছিল। প্রতিরক্ষা মন্ত্রণালয়ও নিশ্চিত করেছে যে, বিমানটি মেরামতের পর চূড়ান্ত পরীক্ষার অংশ হিসেবেই আকাশে উঠেছিল।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটি জনবসতিহীন এলাকায় বিধ্বস্ত হয়েছে এবং ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। ইভানোভো অঞ্চলটি মস্কোর পূর্বে প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থিত।
এই দুর্ঘটনার সঙ্গে রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বা ইউক্রেনের কোনো সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া যায়নি। তবে প্রায় চার বছর ধরে চলমান সামরিক অভিযানের কারণে রাশিয়ায় সামরিক পরিবহন, সরঞ্জাম ও উড্ডয়ন কার্যক্রম বেড়ে যাওয়ায় দুর্ঘটনার সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে বলে পর্যবেক্ষকদের মত।

