বিনোদন প্রতিবেদক :
দুই বাংলায় সমান জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া আবারও বড় পর্দায় ফিরছেন নতুন এক চমক নিয়ে। বিরতির পর এবার তিনি হাজির হচ্ছেন সত্যের পক্ষে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা এক সাহসী নারীর চরিত্রে। সিনেমাটির নাম ‘ট্রাইব্যুনাল’।
চরিত্রটি নিয়ে উচ্ছ্বসিত নুসরাত ফারিয়া বলেন,
“চরিত্রটির আবেগ, দায়িত্ববোধ ও দৃঢ়তা আমাকে নাড়িয়ে দিয়েছে। এমন শক্তিশালী নারী চরিত্রে কাজ করা একজন অভিনেত্রীর জন্য বড় সুযোগ। আমি চাই দর্শকরা আমাকে এই চরিত্রে নতুনভাবে দেখুক।”
একসময় বাছবিচার না করে একাধিক সিনেমায় অভিনয় করলেও এখন গল্প ও মানের প্রতি বেশি মনোযোগ দিচ্ছেন তিনি। ফারিয়ার ভাষায়,
“এখন সিনেমার থেকে সিনেমার গল্প নিয়ে বেশি ভাবি। আমি এমন কাজ করতে চাই যা শুধু বিনোদন নয়, ভাবনার খোরাক জোগায়। একজন পারফরমার হিসেবে নিজেকে নতুনভাবে সংজ্ঞায়িত করাই এখন লক্ষ্য। কাজের পরিমাণ নয়, মানই আসল।”
অভিনয়ের পাশাপাশি সংগীতেও নিজের অবস্থান তৈরি করেছেন নুসরাত ফারিয়া। ২০১৮ সালে ‘পটাকা’ গান দিয়ে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। নিজের গানের ভিডিওতেও এনে দেন ভিন্নমাত্রা।
“আমি শুধু গান প্রকাশে বিশ্বাসী নই, চাই প্রতিটি গান গল্প বলুক, দৃশ্যমানভাবে অনুপ্রাণিত করুক,” বলেন ফারিয়া।
সিনেমা ও গানের পাশাপাশি স্টেজ পারফরম্যান্সেও সমানভাবে সক্রিয় এই তারকা।
“স্টেজ পারফরম্যান্স আমার কাছে সরাসরি শক্তি পাওয়ার জায়গা। দর্শকদের ভালোবাসা দেখলেই বুঝি কেন এই কাজটা করি,” মন্তব্য ফারিয়ার।
বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও নিয়মিত কাজ করেছেন তিনি। যদিও সাম্প্রতিক সময়ে কিছু জটিলতার কারণে সেখানে কাজ কমে গেছে, তবুও আশাবাদী ফারিয়া বলেন,
“আমি চাই এমন কিছু শিল্পীর সঙ্গে কাজ করতে, যাদের দেখে আমি বড় হয়েছি। ভারতীয় দর্শকদের সঙ্গেও আবার দেখা হবে—এই আশাতেই আছি।”
‘ট্রাইব্যুনাল’ ছবির মাধ্যমে আবারও নতুনভাবে বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া, যেখানে তিনি প্রমাণ করতে চান—তিনি শুধু গ্ল্যামার নয়, গভীর অভিনয়গুণেও দর্শকদের মন জয় করতে প্রস্তুত।

