Friday, January 16

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) ব্যবস্থার সংস্কারসহ কয়েকটি দাবিতে কাল রোববার (৩০ নভেম্বর) ঢাকাসহ দেশের সব মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)।

শনিবার (২৯ নভেম্বর) রাতে সংগঠনের পক্ষ থেকে মিজানুর রহমান সোহেল স্বাক্ষরিত এক জরুরি বার্তায় জানানো হয়, এনইআইআর–সম্পর্কিত বর্তমান নীতিমালা পুনর্বিবেচনা, বাজারে একচেটিয়া সিন্ডিকেট নিয়ন্ত্রণ রোধ, ন্যায়সংগত কর কাঠামো নিশ্চিত করা এবং মোবাইল ফোনের ওপেন ইমপোর্ট বা উন্মুক্ত আমদানির সুযোগ তৈরির দাবি জানিয়ে ব্যবসায়ীরা এই কর্মসূচি পালন করবেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, রোববার সকাল ১০টায় রাজধানীর কারওয়ান বাজার থেকে পান্থপথ পর্যন্ত এলাকায় ব্যবসায়ীরা শান্তিপূর্ণ মানববন্ধন আয়োজন করবেন।

Leave A Reply


Math Captcha
89 + = 98