Thursday, December 18

জামালপুরের দেওয়ানগঞ্জে ৪ বছরের শিশু নুসরাত জাহান হাবিবা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শিশুটির আপন চাচা আমির হামজা (৩৫) ও বাবার চাচাতো ভাই আল-আমিন (৩২)-কে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রোববার (৭ ডিসেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয় এবং পরে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তারা।

পিবিআই জানায়, ২০২৩ সালের ৯ সেপ্টেম্বর সকালে শিশুটির বাবা তাকে দুটি সিঙাড়া কিনে দিয়ে বাড়ির উদ্দেশে পাঠান। কিন্তু নুসরাত আর বাড়ি ফিরে আসেনি। সেই দিনই সন্ধান না পেয়ে পরদিন থানায় জিডি করেন তিনি। ১১ সেপ্টেম্বর ভোরে নিজ বাড়ির আঙিনায় জখম অবস্থায় শিশুটির মরদেহ পাওয়া যায়। মামলার তদন্তভার পরে পিবিআই গ্রহণ করে।

তদন্তে উঠে আসে—টাকার লোভে ভাতিজিকে অপহরণ করার পরিকল্পনা করেছিলেন আমির হামজা ও আল-আমিন। বাড়ির পাশের রাস্তা থেকে তারা নুসরাতকে তুলে নিয়ে মুখ চেপে জঙ্গলে নিয়ে যায়। শ্বাসরোধে অচেতন হয়ে পড়ার পর ছোট্ট নুসরাতের ওপর পাশবিক নির্যাতন চালানো হয়। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে কান্না শুরু করলে আবার মুখ চেপে ধরা হয়, এতে শিশুটির মৃত্যু হয়।

অপরাধ লুকাতে তারা আরও নৃশংসতা করে—ব্যাটারির এসিড ঢেলে মরদেহ বিকৃত করার চেষ্টা চালানো হয়। প্রথমে জঙ্গলে পাতা দিয়ে ঢেকে রাখা হয় লাশ। পরে রাতে নদীতে কচুরিপানার নিচে লুকিয়ে রাখা হয় এবং শেষ পর্যন্ত পরদিন বাড়ির পাশে ফেলে আসে, যেন এটি কোনো দুর্বৃত্তের কাজ।

গ্রেপ্তার দুজন আদালতে তাদের অপরাধের বিস্তারিত বর্ণনা দিয়েছে বলে নিশ্চিত করেছে পিবিআই।

Leave A Reply


Math Captcha
83 − 76 =