Friday, January 16

শহিদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় আবারও অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ। সোমবার (২৯ ডিসেম্বর) বেলা সোয়া ২টা থেকে সংগঠনটির নেতা-কর্মীরা শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেন। এতে শাহবাগসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

যদিও কর্মসূচির সময় নির্ধারিত ছিল দুপুর ২টা, তবে বেলা ১২টার পর থেকেই বিক্ষোভকারীরা শাহবাগ এলাকায় জড়ো হতে থাকেন। প্রথমে সড়কের পাশে অবস্থান নিয়ে স্লোগান দিলেও নির্ধারিত সময়ের পর তারা শাহবাগ মোড় অবরোধ করেন।

হাদি হত্যার প্রতিবাদে গত শুক্রবার থেকে টানা শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করে আসছে ইনকিলাব মঞ্চ। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি জানিয়ে অংশ নিচ্ছেন। এর ধারাবাহিকতায় রোববার সংগঠনটি দেশের সব বিভাগীয় শহরে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করে।

রোববার রাত ১০টার দিকে ইনকিলাব মঞ্চ চার দফা দাবি ঘোষণা করে। দাবিগুলোর মধ্যে রয়েছে খুনিদের দ্রুত বিচার, বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের কাজের অনুমতি বাতিল এবং প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে মামলা করা।

ইনকিলাব মঞ্চের চার দফা দাবি—

১) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পরিকল্পনাকারী, সহায়তাকারী, পলায়নে সহযোগী ও আশ্রয়দাতাসহ পুরো চক্রের বিচার ২৪ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে।
২) বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে।
৩) ভারতে আশ্রয় নেওয়া খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে।
৪) সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সে লুকিয়ে থাকা ফ্যাসিস্ট সহযোগীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে হবে।

Leave A Reply


Math Captcha
1 + 2 =