ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদে কর্মরত ১৪ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ শাহজাদ আলীর স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ বদলির নির্দেশ দেওয়া হয়।
এর মধ্যে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনারের দায়িত্ব পালন করা অতিরিক্ত ডিআইজি মো. মুহিদুল ইসলামকে ডিএমপি সদর দফতরের ক্রাইম প্রিভেনশন বিভাগের ভারপ্রাপ্ত যুগ্ম কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বদলির আদেশ পাওয়া অন্য কর্মকর্তারা হলেন—
- ডিএমপির সিটি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের ডিসি আ ফ ম আনোয়ার হোসেন খান → ডিএমপির পিএমও পশ্চিম বিভাগ
- মিরপুর বিভাগের ডিসি মাকছুদের রহমান → ডিএমপির প্রটেকশন বিভাগ
- মতিঝিল বিভাগের ডিসি শাহরিয়ার আলী → ডিসি উত্তরা বিভাগ
- সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের মোহাম্মদ সালাউদ্দিন শিকদার → ডিবি মতিঝিল বিভাগ
- ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের ডিসি হাসান মোহাম্মদ নাসের রিকাবদার → একই ইউনিটের দক্ষিণ বিভাগে চলতি দায়িত্বে
- ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগের ডিসি মহিউদ্দিন মাহমুদ সোহেল → মিরপুর বিভাগ
- ডিএমপির প্রটেকশন বিভাগের ডিসি মইনুল হক → মিরপুর বিভাগ
- ডিএমপির ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের ডিসি রওনক আলম → গুলশান বিভাগ
- ডিবির রমনা বিভাগের ডিসি মোহাম্মদ আমীর খসরু → ডিএমপির সদর দফতরের ডিসি প্রশাসন
- ডিএমপির পিওএম পশ্চিম বিভাগের ডিসি সানোয়ার হোসেন → ট্রাফিক মিরপুর বিভাগ
- ওয়ারী বিভাগের ডিসি হারুন অর রশিদ → মতিঝিল বিভাগ
- লালবাগ বিভাগের ডিসি মল্লিক আহসান উদ্দিন সামি → ওয়ারী বিভাগ
ডিএমপির এ রদবদল আদেশ অবিলম্বে কার্যকর করা হয়েছে বলে জানানো হয়েছে।

