Wednesday, October 29

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকারের কিছু উপদেষ্টা বিশেষ একটি দলের পক্ষে কাজ করছেন। তিনি তাদেরকে সম্পূর্ণ নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।

গতকাল (শনিবার) বিএনপির সাবেক নেতা আ.স.ম হান্নান শাহ্‌র নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুরের কাপাসিয়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত স্মরণসভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ এক বছর আগে দানবীয় সরকারকে হটিয়ে দিয়ে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি সরকার গঠন করেছে। তিনি ছয়টি সংস্কার কমিশনের মাধ্যমে দেশের অর্থনীতি পুনরুদ্ধারসহ নানা ক্ষেত্রে সংস্কার কর্মসূচি হাতে নিয়েছেন। তবে একটি মহল নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র করছে এবং বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে প্রচারণা চালাচ্ছে।

তিনি বলেন, “এ সরকারের সংস্কার কর্মসূচির সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই। বরং বিএনপিই এসব সংস্কারের ধারক-বাহক।” তিনি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বিভিন্ন অবদানের কথা উল্লেখ করেন এবং তারেক রহমানের ঘোষিত ৩১ দফার সঙ্গেও বর্তমান সংস্কার কর্মসূচির কোনো বিরোধ নেই বলে দাবি করেন।

শেখ হাসিনার ভারত আশ্রয় নেয়ার বিষয়েও মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি অভিযোগ করেন, ভারতের সীমান্তরক্ষীরা নির্বিচারে বাংলাদেশিদের হত্যা করছে এবং ফারাক্কার পানি ছাড়ার মাধ্যমে দেশের মানুষের ক্ষতি করছে। তিনি সমতার ভিত্তিতে ন্যায্য সম্পর্ক চেয়েছেন।

স্মরণসভায় হান্নান শাহকে স্মরণ করে তিনি বলেন, “তিনি ছিলেন নির্ভীক সৈনিক ও অকৃত্রিম দেশপ্রেমিক।” পাশাপাশি তার ছেলে শাহ রিয়াজুল হান্নানকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কাপাসিয়াবাসীর হাতে তুলে দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন এবং সঞ্চালনা করেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার আজিজুর রহমান পেরা। এসময় আরও বক্তব্য রাখেন— কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় বিএনপির বিভিন্ন নেতারা।

এর আগে হান্নান শাহ’র কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Leave A Reply


Math Captcha
61 − = 53