ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিমকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রেজিস্টার্ড ডাকযোগে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শেখ ওমর, দৈনিক আল ইহসান পত্রিকার রিপোর্টার মুহম্মদ আরিফুর রহমানের পক্ষে নোটিশটি প্রেরণ করেন।
নোটিশে উল্লেখ করা হয়, গত ৬ অক্টোবর ইউটিউবের ‘চরমোনাই দর্পণ’ চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে ফয়জুল করিমকে পবিত্র কুরআন নিয়ে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায়। তিনি বলেন—“শুধু কুরআন কিচ্ছু না” এবং “শুধু কুরআন কুরআন, এর মধ্যে শুভঙ্করের ফাঁকি।”
নোটিশে আরও বলা হয়, এসব বক্তব্য পবিত্র কুরআনের মর্যাদার পরিপন্থি এবং মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। বাংলাদেশের সংবিধান ও দণ্ডবিধি অনুযায়ী এটি দণ্ডনীয় অপরাধ বলেও নোটিশে উল্লেখ করা হয়।
এতে সতর্ক করা হয়, নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে ফয়জুল করিমকে প্রকাশ্যে তার মন্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে জানানো হয়।


1 Comment
তোদের চৌদ্দগুষ্টিকে কোরআন হাদিস বোঝাবার ক্ষমতা রাখেন মুফতি ফয়জুল করেন তোদের মত আবাল তার ছাত্র হওয়ার যোগ্যতা রাখো না সে কোরআনকে ছোট করেছে এ কথা বলার সাহস কিভাবে কর বরং তোদের মত আহলে কোরআন নামের শয়তানদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য মুফতি ফয়জুল করিম সিংহের ভূমিকা পালন করে সবসময়