Thursday, October 30

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অতীতের স্বৈরাচারী সরকারের সময় আদালতের আদেশে তার কথা বলার অধিকার রীতিমতো বন্ধ করে দেওয়া হয়েছিল। গণমাধ্যম তার বক্তব্য ছাপাতে বা প্রচার করতে চাইলে তা করতে পারত না।

বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি একবার প্রেস ক্লাবে কথা বলেছিলাম। পরদিন দেখলাম, তখনকার প্রেস ক্লাবের কমিটি মিটিং করে সিদ্ধান্ত নিল যে, আইনের দৃষ্টিতে আমাকে ফেরারি হিসেবে গণ্য করা হয়েছিল, তাই এমন ব্যক্তিকে প্রেস ক্লাবে কথা বলতে দেওয়া হবে না। এভাবেই তারা চেষ্টা করেছিল আমার কথা বন্ধ করে রাখতে।”

তারেক রহমান আরও বলেন, “আমি থেমে থাকিনি। সামাজিক মাধ্যমসহ বিভিন্ন পন্থায় মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি এবং ইনশাল্লাহ পৌঁছিয়েছিও। কাজেই গণমাধ্যমে যে কথা বলিনি তা নয়, আমি বলেছি। হয়ত আপনারা তা নিতে পারেননি বা শুনতে পারেননি, ইচ্ছা থাকলেও ছাপাতে বা প্রচার করতে পারেননি। কিন্তু আমি বলেছি এবং আমি থেমে থাকিনি।”

Leave A Reply


Math Captcha
50 − = 40