নেত্রকোণায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদসহ এক যুবককে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ জানুয়ারি দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৪০ মিনিট পর্যন্ত নেত্রকোণা সদর থানাধীন কাইলাটি ইউনিয়নের অরঙ্গবাদ গ্রামে, দক্ষিণ বিশিউড়া সড়কে অবস্থিত মেসার্স বায়েজিদ ট্রেডার্স নামক সানিটারি দোকানের দক্ষিণ পাশে এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নেত্রকোণার সহকারী পরিচালক মোঃ নাজমুল হক-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে ঘটনাস্থল থেকে ৪৩ বোতল ভারতীয় তৈরি বিদেশি মদ ও একটি ব্যাটারি চালিত অটোরিকশা জব্দ করা হয়। এ সময় সৈয়দ রাকিবুল ওরফে কালাম (২১) নামের এক যুবককে হাতেনাতে আটক করা হয়।
উদ্ধারকৃত মদের মধ্যে রয়েছে Ice Vodka ব্র্যান্ডের ৭৫০ মি.লি. বোতল ৮টি (মোট ৬ লিটার),McDowell’s No-01 ব্র্যান্ডের ৭৫০ মি.লি. বোতল ১২টি (মোট ৯ লিটার),একই ব্র্যান্ডের ৩৭৫ মি.লি. বোতল ২৩টি (মোট ৮.৬২৫ লিটার)।উদ্ধারকৃত বিদেশি মদের মোট পরিমাণ ২৩ লিটার ৬২৫ মিলিলিটার। জব্দকৃত মাদক ও যানবাহনের আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ২ লাখ ৪৪ হাজার ৫০০ টাকা।
আটককৃত সৈয়দ রাকিবুল ওরফে কালাম নেত্রকোণা সদর থানার মদনপুর ইউনিয়নের মিরাপাড়া (তেতুলিয়া) গ্রামের সৈয়দ শহীদুল্লাহর ছেলে।
এ ঘটনায় ডিএনসির পরিদর্শক মোঃ আল-আমিন বাদী হয়ে নেত্রকোণা মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। ডিএনসি নেত্রকোণা সূত্র জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।
সুমন রাহাত নেত্রকোণা
© 2026 Dhaka Report. Designed by Ashraful Sarkar.

