দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত। তিনি এ হত্যাকাণ্ডে জড়িত রাজাকার ও জঙ্গিবাদী ওয়াবি-মদুদি খুনি গোষ্ঠীকে অবিলম্বে নিষিদ্ধ করার দাবি জানান।
এক বিবৃতিতে আল্লামা ইমাম হায়াত বলেন, দীপু চন্দ্র দাসকে নির্মমভাবে হত্যার সঙ্গে জড়িত সকল খুনিকে দ্রুত গ্রেপ্তার করে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড রাষ্ট্র ও সমাজের জন্য ভয়াবহ হুমকি, যা কোনোভাবেই বরদাশত করা যায় না।
তিনি নিহত দীপু চন্দ্র দাসের শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং পরিবারটির পাশে দাঁড়াতে সরকারের প্রতি যথাযথ ক্ষতিপূরণ প্রদানের জোর দাবি জানান।
আল্লামা ইমাম হায়াত বলেন, মানবতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা এখন সময়ের দাবি।

